GM MEDIA

পুলিশ এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জরুরী সেবায় শুধুমাএ একটি নাম্বারে ৯৯৯


পুলিশ এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জরুরী সেবায় শুধুমাএ একটি নাম্বারে নাম্বারটা হলো ৯৯৯ ট্রিপল নাইন (৯৯৯) এ কল দিয়ে একজন শিশু ফোন দিলেন। 


এটা কি ট্রিপল নাইন? জি ট্রিপল নাইন। 
আপনাকে কি সেবা দিতে পারি? 
আপনাদের এ্যাম্বুলেন্স আছে? 
জি, আছে। 
এ্যাম্বুলেন্স পাঠান। আমি খেলব...! 
বিষয়টি একজন শিশুর জন্য হয়তো সহজে মেনে নেয়া যায়। 

কিন্তু একজন বুঝ বা বড়দের জন্য নিশ্চয় ততোটা সহজে গ্রহণ করা যায় না।

৯৯৯ এ এরকম অনেক ফোন আসে, যা অপ্রয়োজনীয়। 

অপ্রয়োজনীয় ফোন কী কী? 
১. নাম্বার সঠিক কিনা, জানার জন্য ফোন দেয়া। 
২. কি সাহায্য পাওয়া যায়, জানতে ফোন দিয়ে। 
 ৩. আসলেই কাজ করে কিনা, যাচাই করা। 
৪. ফোন দিয়ে গল্প করা। যেমন, আমার এই হয়েছে, সে হয়েছে, আমার আত্মীয়র ওমক হয়েছে। 

 প্রিয় বন্ধুগণ, এটা আসলে একটা জরুরী নাম্বার পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্সের জন্য। 

আপনি অপ্রয়োজনীয় লাইনটি ব্যস্ত রাখলে প্রয়োজনীয় মানুষ তার সাহায্য থেকে বঞ্চিত হবে। 

আসুন, আমরা পরিবর্তন হই। ৯৯৯ নাইনকে সাহায্য করি। আর সেবা গ্রহণ করি। ৯৯৯ নাইন আপনার ফোনটি রিসিভ করে দ্রুত আপনার সেবাটি পৌঁছে দেয়ার কাজ করেন। বাংলাদেশ পুলিশের এ উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা পেয়েছে। 

আপনার সেবা ৯৯৯ কাজ করবে সারাদেশে বিনা পয়সায় ও ২৪ ঘন্টা। 
সাথে সাথে আমাদের সেবাও নিন ২৪ ঘন্টা। অপরাধমূলক যেকোন তথ্য দিন, সেবা নিন।

No comments

Powered by Blogger.