GM MEDIA

এবার পেঁয়াজের খোসা থেকে তৈরি হবে বিদ্যুৎ


বিকল্প শক্তির উৎস হিসাবে এবার সামনে উঠে এল পেঁয়াজের নাম। পেঁয়াজের খোসা থেকে এবার তৈরি হবে বিদ্যুৎ। এমনটাই দাবি করেছে, ভারতের আইআইটি খড়্গপুরের একদল গবেষক।  
জানা গেছে, খোসা থেকে এক বিশেষ ন্যানো জেনারেটর তৈরি করেছেন গবেষকরা। তার থেকে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যাচ্ছে। আর তাতে চাপ দিলেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। এক্ষেত্রে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে।  
একটি ন্যানো জেনারেটর থেকে কুড়িটি এলইডি বাল্ব জ্বালানো যাবে। এরকম ছ’‌টি জেনারেটরের সাহায্যে ১২০ ভোল্ট বিদ্যুৎ তৈরি করা যাবে।

No comments

Powered by Blogger.