কয়েক বছরেই মানুষ বন্ধ করে দেবে মদ্যপান, দাবি বিজ্ঞানীর!
সাপ্তাহিক ছুটি হোক বা বন্ধুর জন্মদিনের পার্টি, বর্তমানে হালের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে মদ্যপান। কিন্তু আপনি যদি মদ্যপানে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দুঃখের খবর। কেননা এক বিজ্ঞানী জানিয়েছেন, আগামী এক প্রজন্মের মধ্যে মানুষ মদ্যপান ছেড়ে দেবে।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক তথা প্রাক্তন সরকারি ড্রাগ উপদেষ্টা ডেভিড নাট জানিয়েছেন, আগামী ১০ থেকে ২০ বছর পরে পশ্চিমের দেশগুলিতে বিশেষ কোনও অনুষ্ঠান ছাড়া মদ্যপান করা হবে না। তবে এখনকার বাজারের মদের জায়গায় তখন আসবে সিনথেটিক অ্যালকোহল। শুধু মদের ক্ষেত্রে নয়। এখন যে সিগারেট পাওয়া যায়, তার পরিবর্তে ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট ব্যবহার করা হবে।
সিনথেটিক অ্যালকোহলকে অ্যালকোসিনথও বলা হয়। অ্যালকোহল হলেও, এটি এখনকার বাজারের মদের মতো নয়। এই মদ্যপানের ফলে হ্যাংওভার, মাথা যন্ত্রণা, বমি ভাব এগুলি কিছুই হয় না। কিন্তু যে ঘোরের মধ্যে থাকার জন্য মদ্যপান করা হয়, তা থেকে মানুষ বঞ্চিত হবে না। কিন্তু পরের দিন পর্যন্ত হ্যাংওভার থাকবে না এবং লিভারের সমস্যাতেও ভুগতে হবে না। এমনই দাবি করেছেন ডেভিড নাট।
No comments