জানুয়ারিতে ঢাকা আসছেন মাধুরী
মাধুরী |
বলিউডের ডান্স কুইন খ্যাত নামী অভিনেত্রী মাধুরী দীক্ষিত প্রথমবারের মতো ঢাকায় আসছেন। একটি নতুন পাঁচ তারকা হোটেলের প্রচারণার জন্যই ঢাকা সফরে আসছেন এই তারকা শিল্পী।
জানা গেছে, সোহানা গ্রুপের আয়োজনে ‘হোয়াইট সেন্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ারে’ মাধুরী অংশ নেবেন । ২০১৮ সালের জানুয়ারিতে তিন দিনের এই ভ্যাকেশন ফেয়ারের সমাপনী দিনে হাজির হবেন রূপালি বলিউডের এ সেনসেশন। ১৯ জানুয়ারি মাধুরী দীক্ষিত পারফর্ম করবেন মঞ্চে।
এ প্রসঙ্গে সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, ‘মাধুরী দীক্ষিতের সঙ্গে আমাদের সব ধরনের কথা বলা হয়েছে। সব কিছুই পাকাপাকি করেছি। এখন কেবল তার আসার অপেক্ষা। আমাদের রিসোর্টের প্রচারণার জন্যই তাকে আনা হচ্ছে। কারণ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তার অগণিত ভক্ত রয়েছে। সেই ভক্তদের কথা চিন্তা করেই তাকে আনার বিষয়ে আগ্রহ আমাদের। আশা করছি আয়োজনটি সফল হবে।’
ইত্তেফাক/রেজা
No comments