GM MEDIA

প্রেমের ক্ষেত্রে শীতকাল একটু সমস্যাময়। কেন?



প্রেমের ক্ষেত্রে শীতকাল একটু সমস্যাময়। কেন? ভেবে বের করেছেন বিচ্ছুর বিশেষ প্রেম গবেষক দল।

সময় মতো দেখা করতে ব্যর্থ হওয়া
শীতকালে সকালের দিকে ডেটিং করা খুবই কষ্টকর। প্রেমিকা চোখ কচলাতে কচলাতে বের হলেও বেশি সমস্যা হয় প্রেমিকদের। ঘুম থেকে উঠতে না পারার কারণে অনেক প্রেম মর্মান্তিকভাবে ব্রেকাপের দিকে এগিয়ে যায়।



চা কফি খেতে খেতে এক ঘেয়েমি
গরমকালে লাচ্ছি, ফালুদা, ড্রিংক্সসহ আরও বিভিন্ন ঠাণ্ডা আইটেম খাওয়া যায়। কিন্তু শীতকালে প্রেমিক-প্রেমিকাকে খেতে হয় চা অথবা কফি। কতদিন আর এভাবে চা কফি খেয়ে ডেট করা যায়? শীতকাল তাই ভয়াবহ এক অসুবিধা!




হাত ধরতে অপারগতা
প্রেমের সময় হাত ধরা কিংবা পায়ের সঙ্গে পা ঘষাঘষি করা একটি আদিম অনুশীলন। কিন্তু শীতকাল আসলেই বাঁধে যত বিপত্তি। হাত ঠাণ্ডা হয়ে থাকায় কেউ কারও হাত ধরতে চায় না। পায়ের ঘষাঘষি নিষিদ্ধ হয়। ফলে তৈরি হয় দূরত্ব, ভেঙে যায় প্রেম।




অতিরিক্ত পারফিউম খরচ

শীতকালে গোসল না করা একটি ওপেন সিক্রেট। প্রেমিক- প্রেমিকা উভয়েই গোসল করতে পারে না। ফলে শরীরে দুর্গন্ধ হয়। আর এ কারণেই মাখতে হয় অনেক বেশি পারফিউম। বেড়ে যায় প্রসাধনী খরচ। ফাঁকা হয় পকেট।




প্রেম হয়ে ওঠে রুক্ষ

শীতকালে ফেটে যায় ঠোঁট। চুম্বনে কোমলতা থাকে না। ঠোঁটে ভেসলিন লাগাতে লাগাতে শেষ হয়ে যায় ডেটিংয়ের সময়। তাই শীতকালে প্রেমে এমন রুক্ষতা তৈরি হয়!

No comments

Powered by Blogger.