GM MEDIA

আসছে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন এসডি কার্ড


বিশ্বের সব থেকে বেশি ক্ষমতাসম্পন্ন মাইক্রো এসডি কার্ড বাজারে নিয়ে আসছে ইনটেল। এটি একটি 512 GB’র মাইক্রো এসডি কার্ড। এই নতুন 512 GBmicroSDXC V 10 UHS-I U1 কার্ডটি অ্যান্ড্রয়েড ডিভাইস আর ট্যাবলেটের কথা মাথায় রেখেই বানানো হয়েছে।
মেমোরি বাড়াতে এসডি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ফোনের দরকারি অনেক তথ্য এতে জমা করে রাখা হয়। স্টোরেজ ক্ষমতা বেশি হলে তাই খুবই সুবিধা। কিছু দিন আগেই স্যানডিস্ক 256GB’র মাইক্রো এসডি কার্ড লঞ্চ করেছিল। যার নাম দেওয়া হয়েছিল এক্সট্রিম microSDXC UHS-I। এর এই কার্ডটির স্পিড 100Mbps।
আর এবার ইন্টেগ্রাল মেমারি নামের কোম্পানিটি বিশ্বের সব থেকে বেশি ক্ষমতা সম্পন্ন মাইক্রোএসডি কার্ড লঞ্চ করেছে, তারা 512GG’র কার্ড লঞ্চ করেছে। এটি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যাবে যেমন DSLR, ড্রোন ইত্যাদি।
তবে যাই হোক না কেন এই 512GB’র মাইক্রো এসডি কার্ড আপনাকে সবসময় ফটগ্রাফ্রির জন্য সাহায্য করবে। এই সময়ের স্মার্টফোন গুলি সহজেই 4K ভিডিও রেকর্ড করতে পারে, আর তার জন্য এবার এই 512GB’র মাইক্রোএসডি কার্ড ভাল হবে।

No comments

Powered by Blogger.