কবিতা "শুভ কামনা"-গাজী আব্দুল আলীম || GM MEDIA শুভ কামনা -গাজী আব্দুল আলীম মলিনাতায় ভরা চেনা পৃথিবী দেখতে চাই না আর। নতুন করে এসো হে সুন্দর স্বপ্নময় ছায়াময় মায়াময়, ভালোবাসায় ভরিয়ে দাও অন্তর। তোমার আগমনে ফুটুক যত গোলাপ কলি গোলাপ সমঅন্তর।
No comments