GM MEDIA

১১ সন্তানের মা হতে চান প্রিয়াঙ্কা!

বিরুষ্কা জ্বরে তাহলে শুধু ফ্যানেরাই কাঁপছেন না, উত্তাপের ছোঁয়া লেগেছে প্রিয়াঙ্কা চোপড়ার মনেও। না হলে বিয়ে নিয়ে হঠাৎ মুখ খুলবেন কেন? পোশাকে খোলামেলা হলেও ব্যক্তিগত জীবন নিয়ে তো যথেষ্ট রাখ ঢাকই ছিল প্রিয়াঙ্কার।
শাহরুখ থেকে শাহিদকে নিয়ে খোঁটা দিয়ে মন্তব্য করা হলেও চুপ থেকেছেন। সেই প্রিয়াঙ্কাই কিনা সম্প্রতি মুম্বাইয়ের এক ইভেন্টে গিয়ে বলে ফেললেন, বিয়ে করার খুব শখ তার। ফলে তার প্রথম লক্ষ্য, আদর্শ স্বামী বাছাই। এবং তার পরে অবশ্যই স্বামীর সঙ্গে দায়িত্ব নিয়ে পুরো ক্রিকেট টিম বানিয়ে ফেলা। শুনতে আশ্চর্য লাগলেও এমনটাই স্বপ্ন দেখছেন 'কোয়ান্টিকো'র অভিনেত্রী।
হবে নাই বা কেন? ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী-ই তো দিব্যি লম্বা প্রেম পর্বের পর বিয়ে করে ঘর বাঁধছেন। আচ্ছা, বলিউডের কথা না হয় ছেড়েই দিলাম, হলিউডে প্রিয়াঙ্কার সই মেঘান মার্কল কয়েক মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন যুবরাজ হ্যারির সঙ্গে। এবার কি একাকিত্ব গ্রাস করছে প্রিয়াঙ্কাকে? 
হাতের ট্যাট্যুতে যতই জ্বলজ্বল করুক, 'ড্যাডিজ লিটল গার্ল', মেঘে মেঘে বেলা তো কম হল না মেয়ের। ৩৫টা বসন্ত পার করে এবার থিতু হতে চাইছেন সুন্দরী, এতে আর দোষের কী!
সাধের পাত্রটিকে পেয়েছেন কি না, সে ব্যাপারে অবশ্য স্পষ্ট কিছু বলেননি প্রিয়াঙ্কা। শুধু জানিয়েছেন তার মায়ের ইচ্ছে হবু জামাই যেন মেয়ের কাজের কদর করে। তা পাত্রটি পূবের, না পশ্চিমের? জানা যায়নি এখনও। তবে, ঘরের মেয়ে তো আজকাল বেশিটাই 'ঘর'র বাইরে থাকেন।
আগামী মে মাসে মার্কল আর হ্যারির বিয়েতেও আমন্ত্রিতের তালিকায় তার থাকার সম্ভাবনা প্রবল। যুবরাজের বন্ধু-টন্ধুকে জুটিয়ে নিলে 'গেল-গেল' করবেন না যেন।

No comments

Powered by Blogger.