GM MEDIA

এবার ভারতীয় চলচ্চিত্রে আসছে মিয়া খলিফা

পর্ন তারকা মিয়া খলিফা
সানি লিওনের পর এবার ভারতের চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন আলোচিত পর্ন তারকা মিয়া খলিফা। সম্প্রতি ‌‘চাঙ্কজ টু’ নামের একটি মালায়লাম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই লেবানিজ পর্ন তারকা। ভারতের বেশ কয়েকটি হিন্দি ও ইংরেজি গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
এর আগে ইন্দো-কানাডিয়ান পর্ন তারকা সানি লিওন বলিউডের ছবিতে যুক্ত হয়ে হইচই ফেলে দেন। এরই ধারাবাহিকতায় ভারতের একটি ছবিতে নাম লেখালেন মিয়া খলিফা। মিয়া পশ্চিমা দুনিয়াসহ বিশ্বজুড়েই শীর্ষ পর্ন তারকা হিসেবে পরিচিত।
খবরে বলা হয়েছে, 
মিয়া খলিফার বিষয়ে ছবির পরিচালক ওমর লুলু জানিয়েছেন- 
আইটেম ডান্সারের পাশাপাশি ছবিতে একটি চরিত্রেও অভিনয় করবেন মিয়া। তবে এই খবরের সত্যতা স্বীকার করেননি মিয়া খলিফার ম্যানেজার। তিনি নাকি জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছেন না মিয়া খলিফা।

No comments

Powered by Blogger.