GM MEDIA

পাইকগাছা থেকে চুরি হওয়া মোটরসাইকেল মনিরামপুর থেকে উদ্ধার।


স্নেহেন্দু বিকাশ
পাইকগাছার থানা পুলিশের অভিযানে চোরাই মটরসাইকেল উদ্ধার হলেও চোর সিন্ডিকেটের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

পুলিশ সুত্র জানিয়েছেন, গত ২৭ ডিসেম্বর খুলনা ফুলতলার সৈয়েদ ইসমাইল হোসেন রাজুর ব্যবহৃত রানে টারবো - ১২৫ সিসি যশোর-হ ১৫- ৮০৬৩ নং মটর সাইকেলটি পাইকগাছা থেকে চুরি হয়। 

এ ঘটনায় রাজু ২৯ ডিসেম্বর থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে (এস আই আশিকুজ্জামান আশিক) শুক্রবারে অভিযান চালিয়ে যশোরের মনিরাম পুর থেকে এ গাড়ীটি উদ্ধার করেন ।

No comments

Powered by Blogger.