GM MEDIA

কন্যা সন্তান জন্ম দিলেই লাখ টাকা


ভারতের অনেক জায়গায় কন্যাসন্তানকে পরিবারের বোঝা হিসেবে গণ্য করা হয়। ফলে কন্যাসন্তানের ভ্রুণ হত্যায় নারী-পুরুষের অনুপাতে ব্যবধান বাড়ছে। 

এ পরিস্থিতিতে কর্নাটক রাজ্যে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ নতুন বছরে কন্যাসন্তানের জন্মকে লাখ টাকা দিয়ে উদযাপন করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারির প্রথম প্রহরে প্রথম যে কন্যাসন্তানের জন্ম হবে, তার উচ্চশিক্ষা পর্যন্ত সব ব্যয় রাজ্য সরকার থেকে বহন করা হবে। 

এ জন্য ওই কন্যা ও কর্নাটকের ব্রুহাট ব্যাঙ্গালুরু মহানাগারা পালিকের কমিশনারের যৌথ ব্যাংক অ্যাকাউন্টে মোট পাঁচ লাখ রুপি রাখা হবে। সেখান থেকে যে মুনাফা আসবে তা দিয়েই ওই শিশুর সব খরচ বহন করা হবে। এনডিটিভি।

No comments

Powered by Blogger.