ইংরেজী নববর্ষে কৃষকের শিশির সিক্ত আমনের ভরা ক্ষেত ও সাদা বক শুভেচ্ছাঃ বিকাশ
স্নেহেন্দু বিকাশ,
ইংরেজী নতূন বছর ২০১৮ সালকে স্বাগত জানাতে থার্টি ফাষ্ট নাইটের স্রোতে হুই হুল্লোর আনন্দ-উল্ল্যাসে সময় কাটিয়েছেন অনেকেই। যেহেতু সরকার আগে ভাগেই বিদায়ী বছরকে বরণ করতে আয়োজিত অনুষ্ঠানের সময় সীমা বেধে দিলেও অধিকাংশ ক্ষেত্রে তা কার্যকর হয়নি।
বিদায়ী বছরে আমাদের যেমন অনেক সফলতা অর্জন হয়েছে, তেমনি অনেক ব্যর্থতা রয়েছে জাতীয় জীবনে। এ অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর পথচলা শুরু হোক এ প্রত্যাশা রাখি। বাঙালী জাতি এবার ৪৬ তম বিজয় দিবস পার করেছে। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য-উদ্দেশ্য পূরনে আমরা অনেক পিছিয়ে। বাঙালী জাতির মুক্তি পাগল মানুষ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে বৈশম্যহীন শোসনমুক্ত সমাজ গড়তে বর্তমান প্রধানমন্রী শেখ হাসিনা'র সরকার কাজ করলেও দেশে ধনী-দরিদ্ররের ব্যাপক ব্যবধান ঘটেছে। রাতা-রাতি কোটি পতির সংখ্যা বাড়ছে। উন্নয়নে গ্রাম-শহরের বিস্তর ব্যবধান ঘটেছে।
অর্থনীতিতে সুশম উন্নয়ন ও বন্টনে আমরা কেন ব্যর্থ হলাম এ প্রশ্ন পিছিয়ে পড়া মানুষের! যেটা হবার ছিলনা রাজনীতি এখন ধনকুবের,কোটিপতি ব্যবসায়ী ও অবসর প্রাপ্ত আমলাদের নিয়ন্ত্রনে এ থেকে মুক্তির উপায় কি? ৭১,র মুক্তিযুদ্ধে লাল-সবুজ খচিত জাতীয় পতাকা, রাজনৈতিক স্বাধিনতা অর্জন হলেও আজও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। মুষ্টিমেয় ধনীরা ঘুরে-ফিরে এ দল, সে দল করে অর্থনীতির চাকা ঘুরাছে।
নতূন বছরের শপথ হোক এ বৈশম্য ভাঙতে হবে, বন্টনে সুশম অধিকার অর্জনের লড়াইয়ে দলমত ভুলে সকলে এক কাতারে আসুন আজ হোক,কাল হোক আমাদের মুক্তি মিলবে। নতূন বছরের ভোর বেলায় পথ চলার সময়ে আলমতলায় এক কৃষকের শিশির সিক্ত আমনের ভরা ক্ষেত, কেওড়া গাছে আশ্রিত সাদা বক হলো আমার নববর্ষের শুভেচ্ছা !
No comments