কবিতা-উপমা || কবি গাজী আব্দুল আলীম
উপমা
কবিঃ গাজী আব্দুল আলীম।
তোমার উপমা হয় সমগ্র আকাশে,
আর সাগরের জলে সে প্রতিবিম্বই তোমার উপমা।
হরিণীর চোখেও পলায়নপর ছবি বাসা বাঁধে,
অথচ, তোমার পলায়ন নেই।
আজীবন স্থবিরতা,
আজীবন স্থবিরতা এক সহজাত প্রবৃত্তি তোমার,
এ তোমার ভালবাসা,
নিশ্চয় আমি জানি,
উদ্বনদনে মৃত্যু হবে না কোনোদিন।
এক ফালি চাঁদ আছে আকাশে ওটাই উপমা তোমার,
স্নান সমাপন হলে এলো চুলে থাকো,
সে এক শান্ত রূপ তুমি জানো আমি বড্ড ভালোবাসি,
মাঝরাতে হাসনাহেনার ঝাড় থেকে,
উঠে আসা বাতাসে তোমার গন্ধ পাই,
অনুভব করি হৃদয়ের মাঝে,
শুধু ঠিকানা জানা নেই তাই।
পরস্পর দূরে আছি দূরত্ব ঘুচবেই একদিন,
আমি জানি সেই দিন তোমার উপমা।
তোমাতেই খুঁজে পাবো।
No comments