বিজয় দিবস স্মরণে || কবিঃ গাজী মোঃ আব্দুল আলীম
বিজয় দিবস স্মরণে
কবিঃ গাজী মোঃ আব্দুল আলীম
রক্তে ভেজা সবুজ জমিনে
সাজাবো আবার নতুন করে
সুখ-শান্তি সমৃদ্ধি শীল ভালোবাসায়,
হৃদয়ের অর্ঘ্য দিয়ে সমঝোতায়;
ভ্রাতৃত্ব বন্ধনে, মায়ের মমতায়
পরস্পরের সহ মর্মতায়।
জনগণের ভালোবাসায় সিক্ত
দেশপ্রেমের চেতনায়,
কঠিন পরীক্ষার মূলমন্ত্রে
নির্বাচনী পরীক্ষায়, আবেশীয় উষ্ণতায়।
উপরে সুনীল আকাশ,
সমুদ্র থৈথৈ
জলরাশি,
নৌকার আরোহীরা
ভাসাবে সারা বাংলাদেশ সপ্তডিঙ্গা,
একতাবদ্ধ হয়ে ভাবগম্ভীর পরিবেশে
৭১ সালের মূলমন্ত্র নিয়ে
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম নৌকা বিজয়ের সংগ্রাম।
লক্ষ্য এক অভিন্ন, একই আদর্শে দিক্ষিত
মাঝি গণ, হও সোচ্চার, হও বিজয়ী
কূলে দাঁড়িয়ে আছে হাঁসি মুখে
আমার মমতাময়ী মা
জোরছে বাও মাঝি, ইনশাল্লাহ হব বিজয়ী।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
No comments